ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটে বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৩) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

রোববার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

 

জয়নাল আবেদীন সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার  আহমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম রংপুর মহাসড়ক হয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন জয়নাল আবেদীন। পথে বড়বাড়ি  তেঁতুলতলা বাজারে পৌঁছালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ডুকে পড়লে ব্যবসায়ী জামাল ও তার স্ত্রী নুর নাহার আহত হন।  

স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।  

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।