ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাওয়ার টিলারের চাকায় লুঙ্গি পেঁচিয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
পাওয়ার টিলারের চাকায় লুঙ্গি পেঁচিয়ে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চর মাধবপুর গ্রামে জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলারের চাকায় লুঙ্গি পেঁচিয়ে জিয়াউর রহমান খান (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি মারা যান।

তিনি ওই গ্রামের মো. হারেস খানের ছেলে।

মৃত কৃষকের বাবা হারেস খান জানান, শনিবার বিকেলে জিয়াউর বাড়ির পাশে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় চাকায় লুঙ্গি পেঁচিয়ে গুরুতর আহত হন। প্রথমে মাগুরা হাসপাতাল পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর গভীর রাতে তিনি মারা যান।

নিহত জিয়াউর একজন প্রান্তিক কৃষক। নিজের সামান্য জমি ও অন্যের জমি লিজ ও বর্গা নিয়ে চাষাবাদ করতেন।

বাবুখালী পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) এসআই ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।