ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেই ভিক্ষুক দম্পতি পাচ্ছেন ঘর, পেয়েছেন লাখ টাকার সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
সেই ভিক্ষুক দম্পতি পাচ্ছেন ঘর, পেয়েছেন লাখ টাকার সহায়তা

পটুয়াখালী:পরনের কাপড় নেই, স্ত্রীর ওড়না পরেন স্বামী!’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়।

 

শনিবার (০২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক ও বাংলানিউজের মাধ্যমে আসা নগদ ২১ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও ওই ভিক্ষুক দম্পতির নিজস্ব জমিতে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ঘর নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর প্রকাশের দিন থেকে এ পর্যন্ত নগদ অর্থ, খাদ্য সামগ্রী, আসবাবপত্র ও কাপড় কম্বলসহ প্রায় লাখ টাকার সরকারি-বেসরকারি সহায়তা পেয়েছেন।

পটুয়াখালী জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ প্রতিপাদ্যে নিয়ে সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে চেক ও নগদ অর্থ তুলেদেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শীলা রাণী দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

>>>খাবার নিয়ে সেই বৃদ্ধ দম্পতির ঘরে ইউএনও

অনুভূতি প্রকাশ করে সভায় বৃদ্ধ সুলতান ডাক্তার বলেন, ‘আমি একদিন খেলে তিনদিন না খেয়ে থাকতাম। আমি অক্ষম, আমার স্ত্রী ভিক্ষা করে এনে আমারে খাওয়ায়। আজ আমার ভাঙা ঘরে খাবারে ভরা, সোলার, লেপ, তোষক পাইছি। আর কিছু চাইনা। তবে আমার একটু জমি আছে, সেখানে একটা ঘর বানিয়ে কয়দিন থেকে মরতে চাই। ’

সুলতান ডাক্তারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, তিনি চাওয়ার আগেই প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ঘর নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

>>>আরও উপহার পেলেন সেই বৃদ্ধ দম্পতি

ভিক্ষুক দম্পতি এ পর্যন্ত যা যা পেয়েছেন- তোষক একটি, লেপ একটি, সোলার সিস্টেম একটি, লুঙ্গি সাতটি, শাড়ি সাতটি, জ্যাকেট দুইটা, কম্বল ছয়টা, পাঞ্জাবি একটি, গামছা দুটি, মোবাইল ফোন সিমসহ একটি, ৭০ কেজি চাল, তেল ১২ লিটার, ডাল পাঁচ কেজি, পেঁয়াজ আট কেজি, চিড়া ৪ কেজি, লবন ৩ কেজি, চিনি ৫ কেজি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।