ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারবাসীর ভালোবাসা আজীবন মনে থাকবে: বিদায়ী ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
কক্সবাজারবাসীর ভালোবাসা আজীবন মনে থাকবে: বিদায়ী ডিসি

কক্সবাজার: বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন বলেছেন ‘যতদিন কক্সবাজারে ছিলাম, সাধ্যমত চেষ্টা করেছি এখানকার মানুষের মঙ্গলের জন্য  কাজ করার। আর বিদায় বেলায় এখানকার মানুষের যে ভালোবাসা পেয়েছি তা আজীবন মনে থাকবে।

শনিবার (২ জানুয়ারি) রাতে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে মিলনায়তনে নাগরিক সমাজ কক্সবাজার আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদায়ী জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, কক্সবাজারে ৩৩ মাসের কর্মজীবনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, পেশাজীবিসহ সর্বস্তরের মানুষের যে অকৃত্রিম সহযোগিতা পেয়েছি তা কখনো ভুলবো না। সবার আন্তরিক সহযোগিতা ছিল বলেই এত কঠিন ও নাজুক পরিস্থিতি সফলতার সঙ্গে পার করতে পেরেছি।

সরকারের যেসব মেগাপ্রকল্প কক্সবাজারে বাস্তবায়নাধীন রয়েছে, সেগুলোর কাজ শেষ হলে আগামীতে কক্সবাজার-বাংলাদেশ তথা বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই বর্তমান সরকারের প্রতি আস্থাশীল থেকে প্রতিটি প্রকল্পের কাজ শেষ করতে সহযোগিতার জন্য  কক্সবাজারবাসীর প্রতি আহ্বান জানান কামাল হোসেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আশেক উল্লাহ রফিক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

অনুষ্ঠানে অন্যান্যদের  মধ্যে আরেও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) শ্রাবস্তি রায়, বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কক্সবাজার হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, এপিপি অ্যাডভোকেট তাপস রক্ষিত, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তোফায়েল আহমেদ, ককক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি স্বপন কান্তি পাল, কক্সবাজার পৌর আওয়ামীর লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার সংবাদ প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের জন্য অরুণোদয় স্কুল, কক্সবাজার ডিসি কলেজ, কক্সবাজার শিশু হাসপাতাল ও কক্সবাজার শিশুপার্কসহ জেলার আরও অনেক কল্যাণকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তার এ অবদান কক্সবাজারবাসী আজীবন স্মরণ রাখবে।  

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র মুজিবুর রহমান বিদায়ী জেলা প্রশাসক কামাল হোসেনকে কক্সবাজার পৌরসভায় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।