ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম্পানে ক্ষতিগ্রস্ত ২ হাজার নারী প্রধান পরিবার পেল আর্থিক সহয়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
আম্পানে ক্ষতিগ্রস্ত ২ হাজার নারী প্রধান পরিবার পেল আর্থিক সহয়তা উপকার ভোগীর হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন পটুয়াখালী জেলা প্রশাসক। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী অঞ্চলের দুই হাজার নারী প্রধান পরিবারকে ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় পরিচালিত একটি প্রকল্প।

পটুয়াখালী জেলার ৮টি উপজেলার ৫৫টি ইউনিয়নে ‘আম্পানে ক্ষতিগ্রস্ত নারী প্রধান পরিবারে আর্থিক সহায়তা প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে।

জেলার ৭৬টি ইউনিয়নের মধ্যে ৫৫টি ইউনিয়নের দুই হাজার নারী প্রধান পরিবারকে ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকার এ সহায়তা দেওয়া হয়।

জেলার ৫৫টি ইউনিয়নের মধ্যে যে সমস্ত নারী প্রধান পরিবারের বসতঘর ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সহায়তা ব্যতিত মেরামত করা সম্ভব নয় সেসব পরিবারকে এবং যেসব পরিবারে প্রতিবন্ধী, গর্ভবতী নারী/স্তন্যদানকারী নারী এবং বৃদ্ধ/বৃদ্ধা ব্যক্তি যারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এমন সব পরিবারকে লক্ষিত উপকারভোগী হিসেবে চিহ্নিত করা হয়।

সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পরবর্তীকালে যাচাই বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সহায়তা দেওয়া হয়। এ পর্যন্ত তালিকাভুক্ত দুই হাজার জনের মধ্য প্রায় এক হাজার আটশ পঞ্চাশ জনকে বিকাশ, রকেট ও নগদ মোবাইল ব্যাকিং এর মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।