ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৯টি ইটভাটাকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
মাগুরায় ৯টি ইটভাটাকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা সদরসহ সব উপজেলায় বেআইনিভাবে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই কৃষিজমি ব্যবহার, ড্রাম চিমনি ও জ্বালানি কাঠের ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।
 
রোববার (০৩ জানুয়ারি) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেক্ট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাগুরায় জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটা মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মাগুরা সদরে রিয়া ও শাপলা ইটভাটাকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা, শ্রীপুরে এসএবি ইটভাটাকে দেড় লাখ, মহম্মদপুরে নদী ইটভাটাকে ৫০ হাজার ও শালিখা উপজেলায় পাঁচটি ইটভাটাকে মোট ৩০ লাখ ৫০ হাজার টাকা সর্বমোট ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।  

জেলা ও থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।