ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল শামিম উজ জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল শামিম উজ জামান

ঢাকা: রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল এসএম শামিম উজ জামান। তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করে সোমবার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।


 
নিয়মানুযায়ী, এখন পররাষ্ট্র মন্ত্রণালয় শামিম উজ জামানকে কোনো একটি দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে আদেশ জারি করবে।
 
অপর আদেশে ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেসের (আইডিইএ) প্রকল্প পরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।