ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকি

কুষ্টিয়া: কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) কায়েস মিয়া বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ও ১৮৬০ সালের পেনাল কোডের ধারায় গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

সোমবার (০৪ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল আলম।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। অল্প সময়ের মধ্যেই এ ঘটনায় দায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর রেশ কাটতে না কাটতেই ১৭ ডিসেম্বর জেলার কুমারখালী উপজেলায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এবারও দ্রুততম সময়ের মধ্যে পুলিশ আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। এসব ঘটনার প্রতিবাদে ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এসপি তানভীর আরাফাত।

অভিযোগে বলা হয়, এসপির সেই বক্তব্যের ভিডিও ও ছবি খণ্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে দুর্বৃত্তরা। তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এজাহারে ফেসবুকের এমন ১৭টি ও একটি ইউটিউব চ্যানেলের আইডি উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল আলম বাংলানিউজকে জানান, এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কীভাবে পরিচালনা করছেন, আমরা এরকম বেশ কিছু স্পর্শকাতর ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে যাচ্ছি। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।