ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় আয়শা আক্তার (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (৪ জানুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিষয়টি নিয়ে সকালে দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ জানান, সোমবার দিনগত রাত ১টা থেকে ২টার মধ্যে মিরপুর টেকনিক্যাল মোড়ে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আয়শা। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই সোহান বলেন, ‘মৃত আয়শার বাবার নাম আবুল কালাম। তিনি আগে ইডেন কলেজে পড়তেন। তবে, বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়ছিলেন। থাকতেন রূপনগর ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায়। রাতে তিনি কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। কোন যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ’

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।