ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
কামরাঙ্গীরচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি হত্যা

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে জামেনা খাতুন (৩১) নামে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে নিহত জামেনার স্বামী আবুল কালাম বাংলানিউজকে বলেন, তিনি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

করোনা ভাইরাসের কারণে তার চাকরি চলে যাওয়ার পরে ভাড়া বাসার সামনে একটি পানের দোকানে কাজ করে সংসার চালাতেন তিনি। দুই মাসের বাড়ি ভাড়া বাকি ছিল। বাড়ি ভাড়া নিতে এসে বাসায় কাউকে না পেয়ে বাড়িওয়ালা তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পরে মুখে বিষ ঢেলে দেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, আমি বাসায় না থাকায় বাড়িওয়ার লোকজন আমার স্ত্রীকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোট) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তফা আনোয়ার বাংলানিউজকে জানান, মিটফোড হাসপাতাল থেকে খবর পেয়েছি একজন নারী মারা গেছেন। আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ডাক্তারের ডেট সার্টিফিকেটে বিষের কথা উল্লেখ আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।