ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ক্যাসিনো ব্যবসায়ী সাহেদুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
ক্যাসিনো ব্যবসায়ী সাহেদুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলন

ঢাকা: প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো ব্যবসায়ী সাহেদুল হকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দুদক সচিব বলেন, বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো ব্যবসায়ী সাহেদুল হকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের সুপারিশ করেন। তার সুপারিশের ভিত্তিতেই এ চার্জশিট অনুমোদন করেছে কমিশন।

তিনি বলেন, পি কে হালদারের সম্পদের খোঁজে সাতজনকে তলব করেছে কমিশন। তাদের আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি কমিশনে তলব করা হয়েছে।  তাদের মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও সাবেক পরিচালক আরেফিন সামসুল আলামিনকে ১১ জানুয়ারি, নেচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের দুই মালিক নওশের উল ইসলাম ও মমতাজ বেগমকে ১২ জানুয়ারি, এমটিবি মেরিন লিমিটেডের মালিক সনজিব কুমার হাওলাদারকে ১২ জানুয়ারি ও এমটিবি মেরিন লিমিটেডের আরেক মালিক বাসুদেব ব্যানার্জী এবং নেচার এন্টারপ্রাইজের মালিক পাপিয়া ব্যানার্জীকে ১৩ জানুয়ারি তলব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।