ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৩৯ কচ্ছপ উদ্ধার, দুই বিক্রেতাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
বাগেরহাটে ৩৯ কচ্ছপ উদ্ধার, দুই বিক্রেতাকে জরিমানা উদ্ধার করা কচ্ছপসহ আটক দুই ব্যক্তি। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে বিক্রয় ও আহরণ নিষিদ্ধ কচ্ছপ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ জরিমানা করেন।

এর আগে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম চিতলমারী উপজেলা সদরের মাছ বাজার থেকে ৩৯টি কচ্ছপসহ ওই দুইজনকে আটক করে। পরে উদ্ধারকৃত কচ্ছপগুলোকে মধুমতি নদীসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চিতলমারী উপজেলার দড়ি উমাজুরি গ্রামে নলিণ হীরার ছেলে বকুল হীরা (৫০) ও খাসেরহাট গ্রামের হরিবর হালদারের ছেলে সুভাষ হালদার (৬৫)। আটকরা দীর্ঘদিন ধরে  কচ্ছপ আহরণ ও ক্রয় বিক্রয় করে আসছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ আহরণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। তারপরও অসাধু কিছু লোক কচ্ছপ আহরণ করে বাজারজাত করছে এমন সংবাদের ভিত্তিতে প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে  ৩৯টি কচ্ছপসহ দুইজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার কচ্ছপগুলোকে মধুমতি নদীসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা,  জানুয়ারি ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।