ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
সাংবাদিক দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে হওয়া মিথ‍্যা খুনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাংবাদিক দেবাশীষ বিশ্বাসকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ব্যবসায়ী রবিউল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা মামলায় যে চার্জশিট হয়েছে, তা অতি দ্রুততম সময়ের মধ্যে মামলা রিভিউ করে তার নাম বাদ দিতে হবে।

দেবাশীষ বিশ্বাসকে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ঢাকার আহ্বায়ক জাহিদুজ্জামান ফারুক, ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সভাপতি অমরেশ রায়, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, কালের কণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।