ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সরবরাহ করার অপরাধে একটি বেকারি ও দু’টি রেস্টুরেন্টকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জরিমানাকৃতগুলো বেকারি ও রেস্টুরেন্ট হলো-ঝর্ণা বেকারি, নিউ মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

র্যাব-৫ শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ফজলুল হক এবং পত্নীতলা উপজেলার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা, সহকারী কমিশনারসহ (ভূমি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সরবরাহ করার অপরাধে ঝর্ণা বেকারির ম্যানেজার আব্দুর রাজ্জাককে ৫০ হাজার টাকা, নিউ মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার মোশারফ হোসেনকে চার হাজার টাকা ও মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার গিয়াস উদ্দিনকে দু’হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।