ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনুপ্রবেশের অভিযোগে ৪ ভারতীয় নাগরিকসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
অনুপ্রবেশের অভিযোগে ৪ ভারতীয় নাগরিকসহ আটক ৫

লালমনিরহাট: অনুপ্রবেশের অভিযোগে চারজন ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫  ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে মামলা দিয়ে তাদের হাতীবান্ধা থানায় সোপর্দ করে বিজিবি।

 

এর আগে শনিবার (৯ জানুয়ারি) দিনগত মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন- ভারতের কুচবিহার জেলা শীতলখুচি থানার গিতালদহ গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আমির হোসেন বুলেট (২০), একই এলাকার ইনছার আলীর ছেলে জয়নাল (৪৫), মজিবুর মিয়ার ছেলে আলমগীর হোসেন (২০), তৈয়ব আলীর ছেলে রেজাউল মিয়া রোহান (২০) ও ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তাকারী হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের রেজাউল করিম (২৫)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক জানান, উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন পাঁচজন। এসময় বিওপি ক্যাম্পের সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিবির টহল দল তাদের আটক করে। এসময় জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে চারজন ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। অপরজন বাংলাদেশি, তিনি তাদের অনুপ্রবেশে সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।