ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে যাত্রীবাহী লঞ্চে অভিযান, মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
বরিশালে যাত্রীবাহী লঞ্চে অভিযান, মাদক উদ্ধার

বরিশাল: বরিশালে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১০ লিটার মদ, ৪৩০ গ্রাম গাঁজা ও ৯৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার চরহোগলা এলাকা সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল থেকে ভোলাগামী সুপার সনিক-৩ নাম যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ১০ লিটার মদ, ৪৩০ গ্রাম গাঁজা ও ৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সেগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।