ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

যশোর: যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজগার জোয়াদ্দার (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার গাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আজগার জোয়াদ্দার গাজীপুর গ্রামের লতিফ জোয়াদ্দারের ছেলে।  

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর গ্রামের মুরাদ হোসেনের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বিকেলে ঢালাই কাজে ব্যবহৃত ভাইব্রেটর মেশিনের তার গোছানোর সময় আজগার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।