ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ প্রতিবন্ধীদের প্রশিক্ষণ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে পাটজাত পণ্য তৈরি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।

 

রোববার (১৭ জানুয়ারি) সকালে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) হল রুমে এ প্রশিক্ষণটির উদ্বোধন করেন সি আর পির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর।  

২০ জন প্রতিবন্ধীকে এ প্রশিক্ষণ দেবেন ক্র্যাফটভিশনের প্রোপাইটার ইব্রাহিম খলিল। আর এ প্রশিক্ষণের সহযোগিতা করছে ই-ক্যাবের মানবসেবা, পিডিএএফ, ক্রাফটিভিশন নামের কয়েকটি সামাজিক সংগঠন। এছাড়া কর্মসূচির আয়োজন করে স্পাইনাল কর্ড ইনজুরিস, ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিডাব)।  

পাটজাত পণ্য তৈরি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষক ও ই-ক্যাবের মানবসেবার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিল বাংলানিউজকে বলেন, প্রতিবন্ধীরা মনে করে যে তারা মরে গেছেন। কিন্তু না এ ধরনের মানুষরা বাইরের দেশে কাজ করে খাচ্ছেন। এ কারণে আমার ২০২১ সালের উদ্দেশ্য হলো এ ধরনের মানুষদের স্বাবলম্বী করে তোলা। এই ট্রেনিং এর মাধ্যমে তারা পাটের নানা পণ্য তৈরি করা শিখতে পারবে। এছাড়া তাদের তৈরি পণ্যগুলোর কাঁচামাল আমরা সরবরাহ করবো ও পণ্যগুলো বিক্রির ব্যবস্থা করে দেব।  

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. সোরহাব হোসেন বাংলানিউজকে বলেন, এই পণ্যটি একটি বিশেষ শিল্প। আমাদের দেশসহ বিদেশে পাটজাত পণ্যের অনেক চাহিদা রয়েছে।  আজকের এই কর্মশালা প্রতিবন্ধীদের জন্য অত্যন্ত কার্যকরী। এই পাটজাত পণ্য উৎপাদন করে তারা দেশে বড় ভূমিকা রাখবে বলে আশাকরি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্পাইনাল কর্ড ইনজুরিস, ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (সিডাব) সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পিডিএএফ এর তামজিদ হোসাইন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।