ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
বকশীগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক নাজমুল।

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক নিলক্ষিয়া ইউনিয়নের উদ্যোক্তা নাজমুল হক বাবুকে (২২) আটক করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের সহায়তাকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষককে আটক করা হয়।

নাজমুল হক বাবু বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরিফ জানান, ধর্ষক নাজমুল হক বাবু নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। করোনার সময় চাকরি হারান ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক। সম্প্রতি ঢাকায় অন্য একটি পোশাক কারখানায় চাকরির জন্য চেষ্টা করলে জন্মনিবন্ধনের প্রয়োজন হয়। এ সময় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবুর সঙ্গে যোগাযোগ করেন। ১৪ জানুয়ারি জন্মনিবন্ধন দেওয়ার কথা বলে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে আসতে বলেন নাজমুল। পরে জন্ম নিবন্ধন দেওয়ার আশ্বাসে তাকে ধর্ষণ করেন।

এসময় সহয়তা করেন অপর এক ব্যক্তি। আটকের স্বার্থে তার নাম ও ঠিকানা জানায়নি পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষককে আটক করা হয়েছে। ধর্ষণে সহয়তাকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় ২ জনের নামে নারী শিশু নির্যাতন আইনে মামলার প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।