ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৬টি অবৈধ ইটভাটা ধ্বংস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
রাজবাড়ীতে ৬টি অবৈধ ইটভাটা ধ্বংস  ভাঙ্গা ইটভাটা। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীতে ইটভাটার কোন ধরণের কাগজপত্রা না থাকায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে রাজবাড়ী সদরের রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলা কারাগার সংলগ্ন জেবিআই, এনআইবি, এসবিবিসহ চারটি ও পাংশায় কেএনবি ও আরএম নাম দুইটি সহ মোট ছয়টি জলন্ত ইটভাটা গুড়িয়ে দেয়।

অভিযানে উপস্থিত ছিলেন- ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ, ফরিদপুর পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক এ এইচ এম রাসেদ, ফরিদপুর র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর হোসেন সহ র‌্যাব ও পুলিশ সদস্যরা।

ফরিদপুর পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক এ এইচ এম রাসেদ বাংলানিউজকে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।