ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসায় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের স্বাগত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসায় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের স্বাগত

ঢাকা: প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের জন্য যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে তারা পুনরায় যোগদান করবেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা।

বাংলাদেশ ক্লাইমেট ভালনারাবাল ফোরামের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।