ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাতিজির বিয়েতে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে চাচার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ভাতিজির বিয়েতে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে চাচার মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ভাতিজির বিয়েতে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জহিরুল এইক গ্রামের সাইদুর রহমানের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিঞা বাংলানিউজকে বলেন, সকালে বিয়ে বাড়িতে ছেলে-মেয়েরা আনন্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল। একসময় সাউন্ডবক্স বন্ধ হয়ে যাওয়ায় চাচা জহিরুল সেটি মেরামত করার চেষ্টা করে। একপর্যায়ে সাউন্ডবক্সের একটি বৈদ্যুতিক তার ছিড়ে থাকতে দেখে তারটির সংযোগ লাইন বের করার জন্য তারটি মুখে নিলে বিদ্যুৎস্পৃষ্ট হন জহিরুল। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সকল আইনি প্রক্রিয়া শেষে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি আরো জানান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।