ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওয়ালটন গ্রুপের পরিচালকের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ওয়ালটন গ্রুপের পরিচালকের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক ...

ঢাকা: ওয়ালটন গ্রুপের তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে এক শোক বার্তায় মন্ত্রী বলেন, মরহুমের পিতা এস এম শামসুল আলম ও পরিবারের অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল ওয়ালটন কোম্পানি।

দেশে কর্মসংস্থানসহ ওয়ালটন পণ্য আজ দেশ-বিদেশে সমাদৃত। পিতা ও চাচাদের পথ ধরে ওয়ালটনকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে মৃদুলও ওয়ালটনের হাল ধরে। কিন্তু মাত্র ২৩ বছর বয়সের তরতাজা এ তরুণ সবাইকে কাঁদিয়ে ইহধাম ত্যাগ করে। এ এক অপূরণীয় ক্ষতি যা পূরণ হওয়ার নয়।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুল বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
জিসিজি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।