ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাথা গোঁজার ঠিকানা পেয়ে আপ্লুত ফেনীর ১২৫ গৃহহীন পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
মাথা গোঁজার ঠিকানা পেয়ে আপ্লুত ফেনীর ১২৫ গৃহহীন পরিবার ...

ফেনী: ফেনীতে ১২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়েছে।  

শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীসহ দেশজুড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, ফেনীতে ভূমিসহ ঘরপ্রাপ্ত সুবিধাভোগীদের মধ্যে সদর উপজেলায় ৪০টি, সোনাগাজী উপজেলায় ৩৫টি, দাগনভূঞা উপজেলার ৩০টি, ফুলগাজী উপজেলার ২০টিসহ মোট ১২৫টি পরিবার রয়েছে।  

এসব পরিবারের কাছে গৃহ নির্মাণ করে কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে দুইটি কক্ষ, একটি বারান্দা, একটি শৌচাগার ও একটি রান্নার কক্ষ রয়েছে।  

এছাড়াও ঘরে বসবাসকারীদের জন্য খাবারের সুপেয় পানিসহ নানা নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।  

জেলা প্রশাসক আরও জানান, ফেনীতে মুজিব জন্মশতবার্ষিকীতে ১ হাজার ৮৬৩ পরিবারকে ভূমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।  

শনিবার সকালে ফেনী সদর উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।