ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
মানিকগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা কারাগারে দুলাল মিয়া (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার ৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লা বাংলানিউজকে বলেন, সংকটাপন্ন অবস্থায় দুলাল মিয়াকে হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। এরপর ওই রোগীকে ইসিজি করা হয় এবং অক্সিজেনসহ জরুরি চিকিৎসা সেবা দেওয়ার ৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ জেল সুপার শহিদুল ইসলাম বলেন, তিনি চলতি মাসের ৯ তারিখে একটি প্রতারণা মামলায় কারাগারে আসেন এবং তিনি কয়েকদিন ধরেই শ্বসকষ্টে ভুগছিলেন। দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।