ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পি কে হালদারের আরও ২ সহযোগী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
পি কে হালদারের  আরও ২ সহযোগী গ্রেফতার

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় পি কে হালদারের আরও ২ সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে শঙ্খ ব্যাপারী, অবান্তিকা বড়াল, সুকুমার মৃধা ও অনিন্দাতা মৃধাকে গ্রেফতার করা হয়।

এই নিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দুপুর ১২ থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

গ্রেফতারকৃতদের রমনা থানায় নিয়ে যাওয়া হবে। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে দুদক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।