ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনার তীরবর্তী ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
মেঘনার তীরবর্তী ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ  

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীর তীর দখল করে গড়ে ওঠা ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  

রোববার (২৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

এ সময় নদীর তীর দখল করে গড়ে ওঠা অন্তত ৩০টিরও অধিক পাকা ভবনসহ ছোট বড় মিলিয়ে মোট ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিবার্হী ম্যাজিস্টেট মাহবুব জামিলের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও বিআইডব্লিউটিএ এর নিরাপত্তা কর্মীরা এ অভিযান চালায়। সোমবারও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা।    

বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ও আশুগঞ্জ নদী বন্দরের কর্মকর্তা শহীদ উল্লাহ জানান, এসব অবৈধ স্থাপনা থেকে প্রতিদিন বিপুল পরিমাণি বর্জ্য নদীতে ফেলে নদীকে দূষিত ও নাব্যতা নষ্ট করা হচ্ছিল। তাই নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়ে নদীর পরিবেশ ঠিক রাখার চেষ্টা চলছে। এসব স্থাপনা উচ্ছেদ করে নদীর তীরে হাঁটার রাস্তা করার পরিকল্পনা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।