ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিমন্ত্রীর হাত থেকে শুদ্ধাচার পুরস্কার নিলেন জনপ্রশাসনের ৩ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
প্রতিমন্ত্রীর হাত থেকে শুদ্ধাচার পুরস্কার নিলেন জনপ্রশাসনের ৩ জন ...

ঢাকা: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন।

সোমবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাদের হাতে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- দপ্তর/সংস্থা প্রধানদের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছা, ১-১০ গ্রেডভুক্ত ক্যাটাগরিতে উপসচিব শেলিনা খানম এবং ১১-২০ গ্রেডভুক্ত ক্যাটাগরিতে কম্পিউটার অপারেটর মো. রাকিবুল হক ভূইয়া।
 
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব প্রতিষ্ঠানের কাছে সবসময় অনুসরণীয় হতে হবে। দেশের সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম অনুসরণ করে। আমাদের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের কর্মকাণ্ড অন্যদের কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে।

প্রতিমন্ত্রী এসময় ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে শুদ্ধাচার চর্চা করতে সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।  
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।