ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে: দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে: দোরাইস্বামী বক্তব্য রাখছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আমরা আশা করছি শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে।  

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ঢাকার ভারতীয় হাইকমিশনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা আশা করছি শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে। তবে গত ডিসেম্বরের শুরুতে করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগের সামান্য উদ্বেগ রয়েছে।

তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ট্যুরিস্ট ভিসা চালু করতে চাই।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১ 
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।