ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২২ জন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২২ জন উদ্ধার

সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি ২২ জনকে উদ্ধার করেছে পুলিশ।

তাদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ও দু’টি শিশু রয়েছেন।

এ সময় নাসিমা খাতুন নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদের উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানবপাচারকারী দালাল মোকলেসুরের বাড়ি থেকে উদ্ধার করে।

তাদের মধ্যে ১৫ জনের বাড়ি নড়াইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গোপনসূত্রে খবর পেয়ে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়ি থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় মোকলেসের স্ত্রী নাসিমা খাতুনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, দালাল  মোকলেস ও তার স্ত্রী নাসিমা ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। সুবিধাজনক সময়ে তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।