ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ৬ ইটভাটা ধ্বংস, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
গোপালগঞ্জে ৬ ইটভাটা ধ্বংস, জরিমানা ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ছয় ভাটা মালিককে এক লাখ করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী জেলা সদর উপজেলার পুখুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ভাটার ছয়টির চিমনি ও  ক্লিন ভেঙে দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।
 
ইটভাটা ছয়টি হলো- মধুমতি, সিরাজ, এমবিআই, এসএমবি, কেএসপি ও স্টার ব্রিকস।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। তাদের বার বার সতর্ক করার পরেও তারা বিধি সম্মতভাবে ভাটা পরিচালনা করেনি। বৃহস্পতিবার ছয়টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেক ভাটার মালিককে এক লাখ করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

চলতি মৌসুমে ওই এলাকার ১৬টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।