ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ইয়াবাসহ গৃহবধূ আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
সিলেটে ইয়াবাসহ গৃহবধূ আটক

সিলেট: সিলেটে অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ ইয়াবাসহ রোকসানা আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরের শাহজালাল উপ-শহর থেকে তাকে আটক করা হয়।

রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চোধুরীর স্ত্রী।  

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন রাখাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপ-অধিনায়ক মেজর শওকত মোনায়েম, এএসপি কামরুজ্জামান ও আব্দুল্লাহ। আটক রোকসানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরাণ (র.) থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।