ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের সড়কের কামারবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম আবুল হোসেন মোল্লা (৬৫)। তিনি পার্শ্ববর্তী গোবরনাদা পশ্চিম পাড়ার মৃত নিয়ামত আলী মোল্লার ছেলে।

নিহত আবুল হোসেন একজন প্রান্তিক কৃষক। তার স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।  

পুলিশ জানায়, সন্ধ্যায় সাপ্তাহিক রাজাপুর হাট থেকে বাজার নিয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন। সড়কের কামার বাড়ি মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে রাজাপুর বাজার পরে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।