ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পীরগাছায় সালিশে কৃষককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
পীরগাছায় সালিশে কৃষককে পিটিয়ে হত্যা

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় সালিশে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাবুড়া গ্রামের গফুর বাদশার সঙ্গে একই গ্রামের বকুলদের জমি নিয়ে বিরোধ চলছিলো। আর বিরোধ মীমাংসার উদ্দেশে শুক্রবার দুপুরে উভয়পক্ষের লোকজন সালিশ বৈঠকে বসেন। এতে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের ওপর হামলা করে। এতে গফুর বাদশার বাবা আব্দুল কাদের গুরুত্বর আহত হন। স্থানীয়রা  তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাইদুল মন্ডল নামের একজনকে আটক করে পুলিশ।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাশীষ কুমার রায় বলেন, সালিশে প্রতিপক্ষের হামলায় কাদের প্রামাণিক নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।