ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
টেকনাফে সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ইয়াবার (২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস) চালান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- টেকনাফের গোদারবিল এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ (২৬) ও বড় হাবিরছড়া এলাকার মৃত নজির আহম্মদের ছেলে আব্দুর রশিদ (৩৫)।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
 
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল টেকনাফের হাবিরপাড়ায় অভিযান চালায়। অভিযানে ২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ ‍দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। যার বাজার মূল্য  ১৩ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।