ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ২৮ ভারতীয় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ২৮ ভারতীয় জেলে আটক আটক ট্রলার। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বঙ্গোপসাগরের বাংলাদেশি সীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বঙ্গোপসাগরের অদূরে বাংলাদেশি সীমানা থেকে এফ বি শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়।

 

ট্রলার দুটিতে বিপুল পরিমাণ মাছ ছিল। রাতে আটক জেলে ও ট্রলার দুটিকে মোংলা ঘাটে আনা হয়। পরে মোংলা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো নিলাম করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোংলা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়।

মোংলা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমান বলেন, ট্রলার দুটিতে সামুদ্রিক চেলা, টেংরা, লইট্টা, পোয়া, ভোলাসহ প্রায় ১০ থেকে ১২ প্রজাতির সাড়ে তিনশ কেজি মাছ ছিল। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাছগুলো ৪৯ হাজার টাকায় নিলামে বিক্রি করেছি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, কোস্টগার্ড আটক জেলেদের থানায় নিয়ে এসেছে। কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলে শনিবার (৩০ জানুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ ‘এফ বি মা শিবানী’ ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ ‘এফবি মঙ্গল চন্ডি’ নামে দুটি ট্রলার আটক করে কোস্টগার্ড। এ সময়ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। আটকদের সে সময় সমুদ্রসীমা লঙ্ঘনের অপরাধে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দিয়ে আদালতের
মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।