ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমি কথায় নয়, কাজে বিশ্বাসী: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
আমি কথায় নয়, কাজে বিশ্বাসী: প্রতিমন্ত্রী

বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। সেজন্য আমি ছোট করে কথা বলি আর কাজের কথা বলি।

আমি প্রভাবশালী মন্ত্রী নই, আমি মন্ত্রিসভার একজন সদস্য।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয়দের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, দেশের সব জায়গাতেই নদী ভাঙন হয়। এজন্য আমাকে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে হয়। তারপরও আপনারা যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বরিশালে থাকতে। আর আমার মনটাও বরিশালে পড়ে থাকে। মাত্র দুই বছর হয়েছে আমি সংসদ সদস্য হয়েছি। এর আগে গত ২০ থেকে ২৫ বছর যারা সংসদ সদস্য ছিলেন তারা আপনাদের এলাকার জন্য কি করেছেন। আপনারা আজ বলছেন, রাস্তাঘাট ভাঙা, রাস্তাঘাট নেই, মসজিদ-মাদ্রাসা নেই। ভোট দেওয়ার অধিকার আপনাদের। একবার ভোট দিলেন কিন্তু যদি সে কাজ না করে তাহলে তাকে দ্বিতীয়বার ভোট দেওয়ার কথা না। কিন্তু আপনারা আমাকে ভোট দিয়ে চার বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। গত ২০ বছর বিএনপির যিনি সংসদ সদস্য ছিলেন, তিনি কোনো কাজই করেননি। যার জন্য আপনাদের এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি এ সদর উপজেলায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।  

তিনি বলেন, আমি চুরি করি না। আমি গম চুরি করি না, টিআর-কাবিখার টাকা পকেটে ঢুকাই না। এগুলো যে কাজের জন্য দেওয়া হয় সে কাজেই ব্যবহার করি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের খেদমত করা আমার দায়িত্ব।  

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে উপজেলার কাশিপুর ও রায়পাশা-কড়াপুর ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়া‌রি ৩০, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।