ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রলিচাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
মাদারীপুরে ট্রলিচাপায় শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে ট্রলির নিচে চাপা পড়ে রঞ্জু (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মতলেব (৬০) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

 

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় বিদ্যুতের খুঁটি ভর্তি একটি ট্রলির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। তাদের দুইজনের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে।  

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের ইটেরপুল বিদ্যুৎ অফিস থেকে একটি ট্রলিতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে শরীয়তপুরে যাচ্ছিল শ্রমিকেরা। পথিমধ্যে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় পৌঁছালে ট্রলিটির চাকা পাংচার হয়ে যায়। চাকা মেরামতের সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলির ড্রাইভার রঞ্জু মারা যান এবং অপর শ্রমিক মতলেব খুঁটির নিচে চাপা পড়লে গুরুতর আহত হন। তারা দুইজনে মাদারীপুরে থেকে ট্রলি দিয়ে বিদ্যুতের খুঁটি বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করি এবং খুঁটির নিচে চাপা পড়া একজনকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।