ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচ্ছন্নতা অভিযান, ছবি: বাংলানিউজ

রাজশাহী: মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে লেক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।  

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে মহানগরের পদ্মা আবাসিক এলাকার লেক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেণী।

ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ‘বিডি ক্লিন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, ক্লিনসিটি হিসেবে রাজশাহী সারা দেশে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন শহর এটি। এ গৌরবের অংশ হতে চায় ভারতীয় হাইকমিশনও।

এ লক্ষ্যে ভারত সরকারের ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির আওতায় পদ্মা আবাসিক এলাকার লেক পরিষ্কার করা হচ্ছে।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।