ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপি পাপুলের সাজা লজ্জাজনক: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমপি পাপুলের সাজা লজ্জাজনক: ড. মোমেন ড. মোমেন

ঢাকা: লক্ষীপুর- ২ আসনের স্বতন্ত্র এমপি শহীদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ডের ঘটনা আমাদের জন্য লজ্জাজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

শনিবার ( ৩০ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।


মেঘনায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, পাপুলের সাজা হয়েছে। তবে এ বিষয়ে কুয়েত সরকার আমাদের কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সাজার পরেও জানায়নি।
তিনি আরও বলেন, পাপুল আওয়ামী লীগের সংসদ সদস্য নন। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য। তবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সহযোগিতা চাইলে তার পাশে আমরা থাকার চেষ্টা করবো।

বৃহস্পতিবার ( ২৮ জানুয়ারি) কুয়েতের ফৌজদারি আদালত মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষীপুর ২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুলকে চাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই সাথে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল ( ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদু ল্লাহ আল ওথমান পাপুলের সঙ্গে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহকেও চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি রিয়াল জরিমানা করেছে।

মানব ও অর্থ পাচারের অভিযোগে গত বছর ৬ জুন লক্ষীপুর -২ আসনের স্বতন্ত্র এমপি শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। তিনি তারপর থেকেই সেই দেশের কারাগারে আটক ছিলেন। ৬ মাস বিচার প্রক্রিয়া শেষে তাকে এই সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
টিআর/আরকেআর/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।