ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢালাই মিকচার মেশিনের (ট্রলি) নীচে চাপা পড়ে আব্দুল খালেক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।

 

রোববার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেকের মৃত্যু হয়। তিনি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের মৃত কানু প্রামাণিকের ছেলে।  

এর আগে সকালে পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেল স্টেশনের সলপ- কামারখন্দ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, সকালে কয়েকজন নির্মাণ শ্রমিক মিকচার মেশিনে চড়ে সলপের দিকে যাচ্ছিল। সলপ রেল স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা শ্রমিক আব্দুল খালেক মেশিনের নীচে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা ট্রলিটি পুকুরে ফেলে দিয়ে আহত অবস্থায় খালেককে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আহত আরও ছয় শ্রমিককে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।