ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিনিয়র সচিব হলেন ২ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
সিনিয়র সচিব হলেন ২ জন

ঢাকা: দু’জন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।  

রোববার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানকে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতির আদেশ কার্যকর হবে।

কৃষি সচিব মো. মেসবাহুল ইসলামকে সিনিয়র সচিব করে আদেশ জারি করা হয়েছে। এই আদেশ আগামী ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

পদোন্নতি দিয়ে এদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন তৎকালীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমআইএইচ/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।