ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় বাসের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
হাতীবান্ধায় বাসের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আয়েশা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সিংগিমারী শস্য গুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ আয়শা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার মৃত আব্দুস ছামাদের স্ত্রী।

পুলিশ জানায়, মৃত স্বামীর পেনশনের টাকা তুলে ছেলেসহ অটোরিকশায় হাতীবান্ধা বাজার থেকে মিলনবাজার যাচ্ছিলেন গৃহবধূ আয়শা বেগম। পথিমধ্যে সিংগীমারী শস্য গুদাম এলাকায় পৌঁছালে পাটগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ আয়েশা বেগম। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক ও সহকারী চালক পালিয়ে যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী চালক পালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।