ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে গৃহপ্রবেশ, চাবি হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
সৈয়দপুর প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে গৃহপ্রবেশ, চাবি হস্তান্তর সৈয়দপুর প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে গৃহপ্রবেশ, চাবি হস্তান্তর। ছবি: বাংলানিউজ

নীলফামারী: ঘরের তালাতে চাবি লাগিয়ে আবেগতাড়িত হয়ে উঠলেন কনক চন্দ্র শীলের স্ত্রী পবিত্রা রাণী শীল। তিনি বললেন, গরিব মাইনষোক কাহো মানুষ মনে করে না।

শেকের বেটি হামাক বাড়ি দিলে, সম্মান দিলে ভগবান ওনাক হাজার বছর বাঁচে থুইবে।

মুজিববর্ষের উপহার স্বপ্নের ঠিকানা পেয়েছেন পবিত্রা রাণী শীলের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩৪জন দরিদ্র পরিবার। গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই পরিবারগুলোকে একটি করে বাড়ি উপহার দেন।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজ বাড়ি গ্রামে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন। এ সময় ৩৪টি পরিবার আনুষ্ঠানিকভাবে গৃহ প্রবেশ করেন। তাদের হাতে ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনা বেগম প্রমুখ।

জেলা প্রশাসক হাফিজুর রহমান গৃহ প্রবেশের সময় প্রতিটি পরিবারকে একটি করে কম্বল ও ফলদ গাছের চারা উপহার দেন। উপহার পেয়ে নতুন ঘরে ওঠা মোস্তাফিজার রহমানের স্ত্রী আরজিনা বেগম বলেন, স্বপ্নেও কোনদিন ভাবো নাই পাকা বাড়িত থাকিম। হামার সেই স্বপ্ন পূরণ করলো প্রধানমন্ত্রী হাসিনা। আল্লাহ তাঁর সউগ স্বপ্ন পূরণ করুক।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।