ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীবাজারে উদ্ধার জায়গায় খেলার মাঠ নির্মাণের নির্দেশ তাপসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
লক্ষ্মীবাজারে উদ্ধার জায়গায় খেলার মাঠ নির্মাণের নির্দেশ তাপসের অবৈধ মার্কেটের জায়গায় খেলার মাঠ নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে লক্ষ্মীবাজারে উদ্ধার করা অবৈধ মার্কেটের জায়গায় খেলার মাঠ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে দাপ্তরিক এক বৈঠকে তিনি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমানকে এ নির্দেশ দেন।

এ প্রসঙ্গে আমিন উল্লাহ নুরী বলেন, ঢাকা মহানগরীতে খেলার মাঠের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে জনস্বাস্থ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। ডিএসসিসি মেয়রের নির্দেশনার আলোকে আমরা শিগগিরই খেলার মাঠ গড়ে তোলার কার্যক্রম শুরু করবো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (তৎকালীন ঢাকা সিটি করপোরেশন) থেকে ১৯৯৫ সালে কার পার্কিংয়ের নামে লক্ষ্মীবাজার এলাকায় ১০.০৮ শতক জায়গা বরাদ্দ নিয়েছিলেন বিল্লু নামে এক ব্যক্তি। কার পার্কিংয়ের জন্য ইজারা নেওয়া জায়গায় অবৈধ মার্কেট গড়ে তোলেন তিনি।

গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৭৩-৭৪ সুভাষ বোস অ্যাভিনিউয়ের লক্ষ্মীবাজার মেইন রোড সংলগ্ন অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৪০টি কাপড়ের দোকান ও কাঁচা বাজার গুঁড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।