ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৩ চাঁদাবাজ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
নারায়ণগঞ্জে ৩ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

রোববার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টায় বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আনোয়ার হোসেন (৩২), গিয়াস উদ্দিন (৩২) ও আজিম হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, পলাতক আসামি আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক বাস প্রতি দৈনিক ৮০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

কয়েকজন ভুক্তভোগী বাস চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।