ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরণখোলায় ২২ কেজি হরিণের মাংসসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
শরণখোলায় ২২ কেজি হরিণের মাংসসহ আটক ১ প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় ২২ কেজি হরিণের মাংসসহ মো. মিলন মোড়ল (৩৫) নামে এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ।  

বন আইনে মামলা দায়ের পূর্বক সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন দাসের বারানি এলাকা থেকে বনরক্ষীরা তাকে আটক করে।  

মিলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। মিলন সোনাতলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থাকতেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, গোপন তথ্যে ভিত্তিতে রোববার দিনগত রাতে দাসের বারানি এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলনকে আটক করা হয়। বন আইনে মামলা দায়ের পূর্বক তাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।