ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় পাটকল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
খুলনায় পাটকল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

খুলনা: ব্যক্তি মালিকানা জুটমিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন শ্রমিকরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর পিকচ্যার প্যালেস মোড়ে ছয় দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রচার সম্পাদক তারেক সাইফুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মো. বকতিয়ার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, আবুল কাশেম মোকছেদ মোল্লা, লুৎফর রহমান খান, বাবুল শেখ, আ. ওহাব, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাবউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।