ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার ধীরেন্দ্রনাথ মজুমদার

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্রনাথ মজুমদারকে।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সুরাইয়া আখতার জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)/(সিইএসএন্ডটি), বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা, রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো।  

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী নিয়োগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।