ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে উড়ে গেল শিশুর আঙুল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে উড়ে গেল শিশুর আঙুল! আহত শিশু মায়া। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ হয়ে দুই শিশু গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে একজনের হাতের তিনটি আঙুল উড়ে গেছে।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পৌর এলাকার গনকা বিদিরপুরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলো- গনকা বিদিরপুর এলাকার আশরাফুল হকের (বাবু) দুই মেয়ে মহরমী আক্তার মায়া (১১) ও মারিয়া (৪)।

আহতদের বাবা আশরাফুল হক বাংলানিউজকে জানান, বিকেলে মেয়েদের পোশাক পড়িয়ে খেলতে বের করে দেন। তারা বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় খেলা করছিল। হঠাৎ সেখানে লাল রংয়ের টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পেয়ে সেটা নিয়ে খেলতে থাকে। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ বস্তুটি হাত থেকে মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। এতে মায়ার ডান হাতের তিনটি আঙুল উড়ে যায় এবং চোখে আঘাত পায়। তার ছোট বোন মারিয়াও গুরুতর আহত হয়েছে। প্রথমে আহতদের সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, কয়েকদিন থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীনগর থেকে বিদিরপুর এলাকার মধ্যে বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় থানায় মামরা হয়েছে এবং ওই ঘটনায় দুই জন গ্রেফতার আছে। এ ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।